নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ তক্ষক নেপালে পাচার হয়ে যাওয়ার আগে সীমান্ত থেকে উদ্ধার হয়েছে। সশস্ত্র সীমা বলের (এসএসবি) ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তক্ষক উদ্ধারের পাশাপাশি ওই পাচারকারীকে গ্রেপ্তার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
বন দপ্তর সূত্রে সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রাতেরবেলা এসএসবি অভিযান চালিয়ে নিত্যানন্দ শীল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এগুলি শিলিগুড়ি থেকে নেপালে পাচার করা হচ্ছিল। আপাতত অভিযুক্ত নিত্যানন্দকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, অতি সম্প্রতি বন দপ্তর হাতির দাঁত সহ দু’জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। বন দপ্তর ওই ঘটনার তদন্তে নেমে ফাঁসিদেওয়া ব্লকের হাঁসখোয়া থেকে হাতির দেহাংশ সহ জেন্ডার ওঁরাও নামে এক জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। পাশাপাশি পর পর ঘটে যাওয়া দুই ঘটনায় দু’টি চক্রের সঙ্গে কোনো যোগসাজশ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।
