ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল ১ নিরাপত্তা কর্মী
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ এক নিরাপত্তা কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি প্লেনঘাটি এলাকায়। মৃত নিরাপত্তা কর্মীর নাম আপন রায় (২৭)। তার বাড়ি জলপাইগুড়ি পশ্চিমসেবা গ্রাম এলাকায়। তিনি ওই এলাকায় একটি রাইস মিলে নিরাপত্তা কর্মীর কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর ধরে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করে সংসার চালাচ্ছিলেন আপন। তিনি এজেন্সির মাধ্যমে কাজ করতেন। বেলাকোবাতে একটি কোম্পানীতে নিরাপত্তার কাজ করতেন। মঙ্গলবার আপনকে প্লেনঘাটির এক রাইস মিলে পাঠানো হয়েছিল। তাই মঙ্গলবার রাতে সে গেটে নিরাপত্তা কর্মী ছিলেন। সেই সময় তাকে একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে জখম যুবক অচৈতন্য হয়ে পড়েন৷ সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আপনকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। ঘটনায় তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। বুধবার তার মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।