নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের নলহাটিতে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে এক পরীক্ষার্থীর উপর অ্যাসিড ছুঁড়ে ফেলার অভিযোগ উঠল ওই মাধ্যমিক পরীক্ষার্থীর স্বামীর বিরুদ্ধে। ওই মাধ্যমিক পরীক্ষার্থীর প্রায় তিন মাসের একটি পুত্র সন্তানও আছে।
জানা গিয়েছে, আজ মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। আর নলহাটি থানার অন্তর্গত গোপালপুর গ্রামের ওই তরুণী সেই পরীক্ষা দিতে নলহাটি গার্লস হাই স্কুলে গিয়েছিলেন। কিন্তু আচমকাই পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে ওই তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়। এরপর তাকে তড়িঘড়ি নলহাটি হাসপাতালে ভর্তি করানো হয়।
আপাতত হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ এই ঘটনার খবর পেয়ে রাজেশ শেখ নামে ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। কিন্তু এমন কাণ্ড ঘটিয়েছেন কেন তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।