নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ মেদিনীপুর স্টেশনের কাছে কাঁসাই রেলসেতুতে রেলকর্মীদের একটি দল সেতুর এক প্রান্তের কাজ সেরে অন্য প্রান্তে যাওয়ার সময় আচমকা পিছন থেকে এক্সপ্রেস ধেয়ে আসতেই খড়িদার বাসিন্দা ৪৫ বছর বয়সী তাপস দাস নামে এক জন রেলকর্মী প্রাণ বাঁচাতে সেতু থেকে কংসাবতী নদীতে ঝাঁপ দিলেন।
জানা গিয়েছে যে, তাপসবাবু রেললাইনের মাঝ বরাবর হাঁটছিলেন। বাকিরা সকলে পাথরের উপর দিয়ে হাঁটছিলেন। কিন্তু হঠাৎ করে আচমকা সামনে ট্রেন দেখে তাপসবাবু চমকে গিয়ে সম্ভবত নদীতে ঝাঁপ দিয়েছিলেন।
এই ঘটনাটি চাউর হতেই গুড়গুড়িপাল থানার পুলিশ ও মেদিনীপুরের আরপিএফ কর্মীরা সহ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছে তাপসবাবুর সন্ধান শুরু করেন। এমনকি নদীতে ডুবুরি দিয়েও তল্লাশি শুরু করা হয়।
ওই রেলকর্মীদের দলে থাকা কানু দলুই নামে রেলকর্মী জানান, ‘‘আমরা সকলে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি একটু এগিয়ে গিয়েছিলাম। এরপর আরণ্যক এক্সপ্রেস চলে গেলে আমাদের এক জন রেলকর্মী বলেন, ‘‘দাদা, এক জনকে পাওয়া যাচ্ছে না।’’ ছুটে এসে দেখি, ওর হাত ডুবে যাচ্ছে। হাত তুলে বাঁচার চেষ্টা করছে।’’