নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ বুধবার ২ টো ৪০ মিনিট নাগাদ জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের চাপরামারি এলাকার এক জঙ্গলে নাগরাকাটা থেকে চালসাগামী একটি মালগাড়ির ধাক্কায় কাটা পড়লো ১ অন্তঃসত্ত্বা হাতি। মালগাড়িটি ৫৯টি বগির ছিল।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ‘‘ভোরবেলা ৩ টে ৩০ মিনিট নাগাদ বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন পান, হাতিটি অন্তঃসত্ত্বা ছিল। এরপর বিষয়টি উপরমহলে জানানো হলে সেখানেই ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। আর ময়নাতদন্তের পর হাতিটিকে সরিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
হাতির মৃত্যু আটকাতে রেল ও বন বিভাগ ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে নতুন যন্ত্র লাগানোর কাজ করছে। এই যন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো, হাতি রেল লাইনের কাছাকাছি এলেই রেল এবং বন বিভাগের কাছে যন্ত্র থেকে সতর্কবার্তা যাবে। তবে এক্ষেত্রে তা কার্যকর না হওয়া নিয়ে ডিআরএম অমরজিৎ জানান, ‘‘আমরা ওই যন্ত্র জঙ্গলের প্রায় ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে লাগিয়েছি।
Sponsored Ads
Display Your Ads Here
রেললাইন লাগোয়া হাতির করিডরগুলিতেও বসানো হয়েছে। তাতে সাফল্য পাওয়া গিয়েছে। বাকি ১১৪ কিলোমিটার এলাকায় এখনো ওই যন্ত্র লাগানো হয়নি। সে জন্য অর্থ বরাদ্দ হয়েছে। খুব দ্রুত ওই কাজ শুরু হবে। আর হাতিটি যেখানে মারা গিয়েছে সেখানে ওই যন্ত্র লাগানো ছিল না।’’
Sponsored Ads
Display Your Ads Here