পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমার রামগঙ্গা ঘাটে হরিণ হত্যার অভিযোগ উঠেছে। পাশাপাশি এই ঘটনায় বনদপ্তরের রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা এক চোরা শিকারীকে হাতেনাতে পাকড়াও করেছে। ধৃতের নাম তপন দাস। বাড়ি বরদাপুর এলাকায়।
বন দপ্তর সূত্রে খবর, তপন দাসের কাছ থেকে প্রায় পঁচিশ কেজির বেশী মাংস ও চামড়া উদ্ধার হয়েছে। ইতিমধ্যে এই উদ্ধারপ্রাপ্ত মাংস এবং চামড়া ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে বনদপ্তরের তরফে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে। আপাতত বনকর্মীরা তপন দাসকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে বাকি চোরা শিকারীদের গ্রেফতার করতে চাইছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, পাথরপ্রতিমা সংলগ্ন জঙ্গলে হরিণ ধরার ফাঁদ উদ্ধার হয়। গত ১৮ তারিখ হরিণের মাংস সহ দু’জনকে গ্রেফতারও করা হয়েছিল। এরপর বনকর্মীরা অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করে সুন্দরবনের জঙ্গলে চোরা শিকারীদের হদিস পায়। এরপর থেকে পাথরপ্রতিমার জঙ্গল লাগোয়া এলাকায় কড়া নজরদারী চালানো হয়। এরমধ্যেই এবার তপন দাস নামে এই চোরা শিকারী হাতেনাতে ধরা পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here