জলের মধ্যে বিষক্রিয়ার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেন ১ ব্যক্তি
নিজস্ব স্নবাদ্দাতাঃ জলপাইগুড়িঃ পুকুরে বিষক্রিয়ার জেরে একজন ব্যবসায়ী লক্ষাধিক টাকা ক্ষতির মুখে পড়লেন। আজ সকালবেলা জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের পশ্চিম ডাউকিমারি এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর মালিক পরিতোষ দেবনাথ পুকুরে এসে দেখতে পায় সমস্ত মাছ মরে ভেসে রয়েছে। পরিতোষবাবুর দাবী, “চার থেকে পাঁচ লক্ষ টাকার মাছের মৃত্যু হয়েছে। পাশাপাশি কিছু মাছ রাতের অন্ধকারে চুরি করে নেওয়া হয় বলেও অভিযোগ করেন”।
এদিন সকালবেলা মরা মাছ তোলার জন্যে পুকুরে জাল ফেলা হয়। আর তখনই দেখা যায় পুকুরের বড়ো মাছগুলি নেই। সেই থেকেই অনুমান করা হচ্ছে যে মূলত মাছগুলি চুরির চেষ্টাতেই বিষ দেওয়া হয়েছিল। কিন্তু কে বা কারা এই ঘটনায় যুক্ত এখনো অবধি তা জানা যায়নি।
পুকুর মালিক এই ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়ে দিয়েছেন।