নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর বাসস্ট্যান্ড সংলঘ্ন এলাকায় পাথর বোঝাই লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মারা যান ১ জন। গুরুতর আহত হয়েছেন ২ জন। মৃত যুবক হলেন বংশীহারী ব্লকের পাথরঘাটা এলাকার বাসিন্দা অর্জুন বাস্কে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল একটি মোটরবাইকে করে তিন জন যুবক দৌলতপুর অভিমুখে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে বালুরঘাট অভিমুখে আসা একটি লরির সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরবাইকটি লরির নীচে ঢুকে গেলে ঘটনাস্থলেই অর্জুন বাস্কে নামের এক যুবকের মৃত্যু হয়। আর দু’জন আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই যুবককে বুনিয়াদপুরে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হলে বর্তমানে ওই আহত দুই যুবক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এরপরেই উত্তেজিত এলাকার বাসিন্দারা মৃত যুবকের মৃতদেহ আটকে রেখে ৫১২ নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস এই ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এই দুর্ঘটনার পর থেকে ঘাতক লরির চালক পালিয়ে গেছেন। পুলিশ চালকের খোঁজে তল্লাশী শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here