চয়ন রায়ঃ কলকাতাঃ রাতের শহরে ফের বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হলো ২৩ বছর বয়সী শ্যামল দাস নামে একজনের। আহত হয়েছেন কার্তিক নস্কর নামে আরো একজন। গতকাল রাতেরবেলা নেতাজিনগর থানা এলাকার রথতলায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ১২ টা নাগাদ শ্যামল ও কার্তিক নামে দু’জন বাইক নিয়ে গড়িয়া থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন। নেতাজিনগর থানা এলাকার রথতলায় বাইকটি একটি বাতিস্তম্ভে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারতেই দু’জনে গুরুতর আহত হলে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে শ্যামল দাসকে মৃত বলে ঘোষণা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বাইক চালানোর সময় শ্যামল এবং কার্তিক কারোর মাথাতেই কোনো হেলমেট ছিল না। তাই আঘাত আরো বিপদজনক হয়ে ওঠে। ইদানীং গত কয়েক মাসে বাইক দুর্ঘটনায় একাধিক প্রাণ বলি হয়েছে। আহতের সংখ্যাও অনেক বেড়েছে। যা সত্যিই দুঃখজনক।
Sponsored Ads
Display Your Ads Here