অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবারও মহানগরীতে পথ দুর্ঘটনায় এক জনের মৃত্যু হলো। আজ কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলিতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে ধাক্কা দিতেই আহত হয়েছেন গাড়ির চালক সহ মোট ৫ জন যাত্রী।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শোভাবাজার থেকে আসা গাড়িটি বাঘাযতীন ফ্লাইওভার হয়ে গড়িয়ার ঢালাই ব্রিজের দিকে যাচ্ছিল। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা দিতেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে যায়।
এরপর দ্রুত আহতদের বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে এক জনের মৃত্যু হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। জানা গিয়েছে যে, আহতরা প্রত্যেকে ডায়মন্ড হারবারের বাসিন্দা।
গড়িয়া ট্র্যাফিক গার্ডের পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির চালক মত্ত অবস্থায় বেপোরয়া ভাবে গাড়ি চালানোর কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে গাড়িটিতে কোনো যান্ত্রিক গোলযোগ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।