পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার জেরে স্ত্রী ও মেয়ের হাতে মার খেয়ে মৃত্যু হলো বাবার। এই চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত কোনচৌকি উত্তর কাজিরহাট এলাকায় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের আগে মেয়ের একটি বিয়ে হয়েছিল। সেখানে প্রায় এক বছর সংসার করার পর ছোট্ট সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ফিরে আসে। কিন্তু সম্প্রতি এক যুবকের সাথে মেয়ের সম্পর্ক তৈরী হলে বিগত বেশ কিছু দিন ধরে ওই যুবক বাড়িতে আসত।
এই বিষয়ে মায়ের কোনো আপত্তি না থাকলেও বাবা কোনোভাবেই বিষয়টি মেনে নেয়নি। ফলে এবার তার প্রতিবাদ করায় স্ত্রী এবং মেয়ে বেধড়ক ভাবে মারধর করে। এরপর আমতলা হাসপাতালে নিয়ে আসলে তার কিছুক্ষণ পরেই চিকিৎসকরা ৪৪ বছর বয়সী রঞ্জন দাসকে মৃত বলে ঘোষণা করেন।