দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ আজ মালদার চাচোল মহাকুমার কান্ডারণ এলাকায় দুর্লভ প্রজাতির পাইথন ও তিনটি কিং কোবরা উদ্ধার করলো বনদপ্তরের কর্মী এবং অফিসাররা। এই ঘটনায় বনদপ্তর ১ জনকে গ্রেপ্তার করেছে।
https://www.youtube.com/watch?v=FEtk9l4_3Ws
Sponsored Ads
Display Your Ads Hereবনদপ্তর সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি একটি দুর্লভ প্রজাতির পাইথন ও তিনটি বিরল প্রজাতির কিং কোবরা নিয়ে কোনো একটি এলাকায় হাজির হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাজোল ফরেস্ট রেঞ্জের বনদপ্তরের কর্মীরা অভিযান চালায়। এরপরই হাতেনাতে ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করার সাথে তার কাছ থেকে একটি দুর্লভ প্রজাতির পাইথন এবং তিনটি বিরল প্রজাতির কিং কোবরা উদ্ধার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereএদিন বনদপ্তরের তদন্তকারী কর্তারা ধৃতকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারায় মামলা রুজু করে মালদা আদালতে তুলেছে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=zwAxQH7LoyY
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মাজিদ বেদে। বাড়ি কান্ডারণ গ্রামে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিভিন্ন বনজঙ্গল থেকে সাপ ধরে এরা গ্রামীণ এলাকায় খেলা দেখিয়ে থাকে। কিন্তু পাইথন জাতের সাপ মালদায় সচরাচর দেখা যায় না। পাইথন জাতের সাপটিকে কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল সেই ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।