নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পূর্ব মেদিনীপুরের পটাশপুর এক নম্বর ব্লকের পালবাড়া পশ্চিমবস্তি এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের জেরে গুরুতর জখম হলেন শেখ নজরুল ইসলাম নামে এক জন ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নজরুল আগুনে প্রায় ঝলসে গেলেও গুরুতর জখম অবস্থাতেই গা ঢাকা দিয়েছেন। এদিকে পুলিশ বিস্ফোরণের খবর পেয়ে এলাকায় ছুটে গিয়েছে। কিন্তু বিস্ফোরক তৈরীর সাথে জড়িতদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নজরুলের তুতো ভাই শেখ এসারুলের দাবী, “সবাই নজরুলকে প্রশ্ন করলে তিনি জানান যে, পঞ্চায়েত ভোটে এক নির্দল প্রার্থীই তাকে বোমা বানাতে বলেছেন।’’ এছাড়া বৃহস্পতিবারই পটাশপুরের পূর্ব পালপাড়া বুথে নির্দল প্রার্থী দাঁড়ানো নিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ওঠে। ওই ঘটনায় দোষীদের গ্রেফতার না করা হলে এলাকাবাসী ভোট বয়কটের ডাক দেন।