নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার এক নম্বর ওয়ার্ডের শুকচন্দ্রপুর এলাকার বাসিন্দারা ষাঁড়ের আতঙ্কে রীতিমতো জড়োসড়ো। কেউ খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে চাইছেন না। ইতিমধ্যে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস থেকে এলাকায় একটি ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। যখন তখন রাস্তায় পথচারীদের দিকে তেড়ে আসছে। গতকাল ওই এলাকার বাসিন্দা তিনকৌড়ি সামন্ত স্নান সেরে রোদে কাপড় শুকোতে দিচ্ছিলেন। ওই সময় তিনকৌড়িকে ষাঁড়টি আক্রমণ করে। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু তিনকৌড়িকে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ফলে এখন গ্রামবাসীরা ষাঁড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে প্রশাসন বা বন দপ্তরের সাহায্য চাইছেন। ইতিমধ্যে প্রশাসনের কাছে এই খবর পৌঁছে গিয়েছে। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।