Indian Prime Time
True News only ....

স্থানীয়দের হাতে বেধড়ক প্রহৃত হলেন পুলিশ আধিকারিক সহ ২ কর্মী

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার ভীমপুর থানার পূর্ব ভাতসালায় অবৈধ ভাবে জমি দখলকে কেন্দ্র করে অশান্তি চলাকালীন পুলিশকে নিগ্রহের অভিযোগ উঠলো স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। এই ঘটনাটির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন থেকে একটি বিতর্কিত জমি অবৈধ ভাবে দখলকে কেন্দ্র করে এলাকাবাসীদের জমি ব্যবসায়ীদের সাথে বিবাদ চলছিল। পুলিশ এই ঘটনার তদন্ত করতে গিয়ে ঘটনাস্থলে আসলে এলাকাবাসীরা এক জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর সহ বাকি দু’জন কনস্টেবলকে মারধর করেন। পুলিশ এই নিগ্রহের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পাঠিয়ে তিন জন পুলিশকর্মীকে উদ্ধার করে।

এদিকে এলাকাবাসীদের একাংশের অভিযোগ, ‘‘স্থানীয় পুলিশ জমি ব্যবসায়ীদের সাহায্য করছে। পুলিশের ইন্ধনেই জমি বেদখল হয়েছে।’’ অন্যদিকে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সঞ্জয় কুমার এই প্রসঙ্গে জানান, ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে অভিযুক্তরা প্ররোচনা দিয়ে পুলিশ আধিকারিক ও কর্মীকে বেঁধে রাখে। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে। গোটা ঘটনাটির তদন্ত চলছে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored