নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা দুই নম্বর ব্লকের বসনছোড়া গ্রামে আচমকা সঞ্জিত মাইতি নামে এক ব্যক্তির গায়ে মাঠে কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মাঠের মধ্যেই হাইটেনশন লাইনের তার ঝুলে পড়েছিল। বিদ্যুত্ দপ্তরকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাওয়া যায়নি বলে অভিযোগ উঠছে। আর তাই হাইটেনশন লাইনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
Sponsored Ads
Display Your Ads Here
এই মৃত্যুর খবর চাউর হতেই এলাকার বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। এলাকার বাসিন্দাদের তরফ থেকে অভিযোগ উঠছে যে, “যদি সঠিক সময় বিদ্যুত্ দপ্তর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতো তাহলে আর তরতাজা প্রানটি মারা যেতো না”।
Sponsored Ads
Display Your Ads Here
চন্দ্রকোনা টাউন থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এলাকার বাসিন্দাদের বিক্ষোভের ফলে মৃতদেহ উদ্ধার করতে অনেকটা বেগ পেতে হয়। শেষমেশ পুলিশী আশ্বাসে ওই মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here