Indian Prime Time
True News only ....

কোভিডের থার্ড ওয়েভের আশঙ্কা কম, জানাচ্ছে বিশেষজ্ঞ মহল

- sponsored -

- sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

নিজস্ব সংবাদদাতাঃ  নয়া দিল্লিঃ এবার দেশের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার তৃতীয় ঢেউ নিয়ে এবার আশার কথা শোনালেন। দেশের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, “দেশে করোনার তৃতীয় ঢেউ নাও আছড়ে পড়তে পারে”।

SUTRA মডেলের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, “নতুন করে করোনার কোনো প্রজাতির উত্‍পত্তি না হলে দেশে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা খুব কম। কেরলেও করোনা পরিস্থিতির ক্রমশ উন্নতি হবে”।

- Sponsored -

- Sponsored -

কানপুর আইআইটি-‌র অধ্যাপক মণীন্দ্র অগ্রবাল জানিয়ে দিয়েছেন, “যদি উল্লেখযোগ্য ভাবে দ্রুত ছড়িয়ে পড়া মিউট্যান্ট আর না থাকে তাহলেই তৃতীয় তরঙ্গের সম্ভাবনা অনেকটাই কম”।

অধ্যাপক মণীন্দ্র অগ্রবাল ও তাঁর দুই সহকারী বিশেষজ্ঞ SUTRA অর্থাত্‍ susceptible-undetected-tested (positive)-removed approach-‌এর মাধ্যমে এই গবেষণা করেছেন। সমস্ত দিক খতিয়ে দেখে ‘‌reach’‌ নামক মাপকাঠি দ্বারা এই মডেলের মাধ্যমে অতিমারির গতিবিধি জানা যায়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored