নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ চোর সন্দেহে মালদার বামনগোলার কন্যাদিঘি গ্রামে বামনগোলার বাসিন্দা গণেশ সোরেন নামে এক জন ব্যক্তিকে গণধোলাইয়ের অভিযোগ উঠেছে। আক্রান্ত গণেশবাবু বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোল উপলক্ষে গণেশবাবু বামনগোলায় বাউল মেলায় ঘুরতে আসেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় মেলা চত্বরেই একটি দোকানের সামনে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় আচমকা তাকে একদল লোক চোর সন্দেহে ব্যাপকভাবে মারধর করতে শুরু করে।
এরপর গ্রামবাসীদের একাংশ গণেশবাবুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আঘাত গুরুতর থাকায় রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় এখনো অবধি থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
প্রসঙ্গত কয়েক বছর আগে গাজল, হবিবপুর, ইংরেজবাজার, পুরাতন মালদা ও বামনগোলা থানা এলাকায় একের পর এক গণধোলাইয়ের ঘটনা ঘটেছিল। এমনকি সেই গণধোলাইয়ে হবিবপুরের বুলবুলচন্ডীতে এক জনের মৃত্যুর ঘটনাও ঘটেছিল। সেই সময় পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করার পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে মাইকিং করে সচেতনতার বার্তাও দিয়েছিলেন।