নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়ার বাঁকড়ার দোতলা এলাকায় ঘন বসতিপূর্ণ এলাকার একটি গুদামের সিলিন্ডারে গ্যাস ভরার সময়ে সিলিন্ডার ফেটে গিয়ে আহত হলেন ৪৫ বছর বয়সী মনোজ সাউ নামে ১ জন ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে গুদামটি ভাড়া নেওয়া হয়। ওই গুদামে বেআইনীভাবে সিলিন্ডারে গ্যাস ভরার কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ ঘটে। এতে গুদামের পার্শ্ববর্তী এলাকা বিকট আওয়াজে কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ওই গুদামের পাঁচিল সহ পাশের বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে। আর এলাকারবাসী ভূমিকম্প মনে করে রাস্তায় বেরিয়ে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
পরে সিলিন্ডার ফেটে বিস্ফোরণের কথা জানা যায়। এরপর এলাকাবাসীরা মনোজবাবুকে গুদাম থেকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করেন। আর আরেক জন শ্রমিক আহত হয়েছেন। তার হাতে ও মাথায় লেগেছে। কিন্তু এই ঘটনার পর থেকে তিনি পলাতক। এলাকাবাসীদের দাবী, ‘‘আরো বড়ো দুর্ঘটনা ঘটতে পারত। যা ঘটেছে, তাতে গোটা বাড়িটাই উড়ে যেতে পারত।
Sponsored Ads
Display Your Ads Here
আর খুব সন্তর্পণে এই কাজ চলত বলে আগে থেকে এই কাজের খবর ছিল না। মনোজবাবু যন্ত্রপাতি মেরামতির কাজকর্ম করতেন বলেই জানা ছিল।’’ হাওড়া সিটি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিলিন্ডারে অবৈধ ভাবে গ্যাস ভরার কাজ চলছিল কিভাবে তা জানতে তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here