নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার রাধাগোবিন্দ পাড়ায় মত্ত অবস্থায় স্ত্রী ও কন্যাকে মারধরের পর বাড়িতে আগুন ধরিয়ে দিলেন এক ব্যক্তি। অভিযুক্তের নাম অনির্বাণ সেন। পেশায় বেসরকারী সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজ করেন৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে অভিযোগ, প্রায়ই অনির্বাণ নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে অশান্তি করতেন। এমনকি বৃদ্ধা মায়ের কাছ থেকে জোর করে টাকা আদায় করতেন। এদিন স্ত্রীকে খাবার দেওয়ার কথা বলতেই স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। আর স্ত্রী এবং মেয়েকে মারধর শুরু করেন। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তবে কোনোক্রমে স্ত্রী দুই মেয়েকে নিয়ে পালিয়ে বাঁচেন। কিন্তু বাড়ির যাবতীয় আসবাব পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘটনার পর অনির্বাণের বিরুদ্ধে মেয়ে থানায় অভিযোগ দায়ের করায় পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন। যদিও পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অনির্বাণ পালিয়ে গেছেন।