Indian Prime Time
True News only ....

ট্রাম্পের হোটেলের বাইরে বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ১ জনের

- sponsored -

- sponsored -

ব্যুরো নিউজঃ আমেরিকাঃ বছর শুরুর প্রথম দিনে লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে টেসলার বৈদ্যুতিক গাড়িতে বিস্ফোরণের জেরে ১ জনের মৃত্যু হয়েছে। আর ৭ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পরেই ওই হোটেলে থাকা অতিথিদের নিরাপদে অন্য স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের আধিকারিক কেভিন ম্যাকমাহিল জানান, ‘‘প্রাথমিক ভাবে পুলিশ এই বিস্ফোরণকে বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছে। কিন্তু নিউ অরল্যান্সের হামলার সঙ্গে লাস ভেগাসের বিস্ফোরণের কোনো যোগসূত্র থাকার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিউ অরল্যান্সের ওই ঘটনায় এখনো অবধি পনেরো জনের মৃত্যু হয়েছে।’’ তবে টেসলার বিলাসবহুল বৈদ্যুতিক গাড়িটি থেকে জ্বালানি, মর্টার ও আতশবাজি পাওয়া গিয়েছে। ওই বাজি থেকেও গাড়িতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

 এই ঘটনার পরেই টেসলার কর্ণধার ইলন মাস্ক সরব হয়ে অভিযোগ করেন, ‘‘তাঁদের সংস্থার গাড়িতে কোনো সমস্যা নেই, বরং এই বিস্ফোরণ আদতে জঙ্গি হামলা হতে পারে। জঙ্গিরা হামলার জন্য ভুল গাড়িকে বেছে নিয়েছিল। বিস্ফোরণের আঁচ সাইবারট্রাকের বাইরে পর্যন্ত যায়নি। এমনকি হোটেলের লবির কাচ পর্যন্ত ভাঙেনি।’’ ইলন মাস্কের মন্তব্যের পরেই নানা মহলে জল্পনা শুরু হয়েছে। এফবিআইয়ের হাতে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে।

এফবিআইয়ের স্পেশাল এজেন্ট জেরেমি শোয়ার্টজ বলেন, ‘‘এই ঘটনার সাথে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির কোনো যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’’ ট্রাম্পের ছেলে তথা ট্রাম্পের সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এরিক ট্রাম্প জানালেন, ‘‘বিস্ফোরণের খবর পেয়েছি। কিন্তু আমাদের হোটেলের অতিথি এবং কর্মীরা নিরাপদে রয়েছেন। আপাতত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored