সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১ ব্যক্তির
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ সাত সকালে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। নাম ফাগু মাহালি। বয়স ৫২। বাড়ি মেটেলি চা বাগান এলাকায়। সোমবার সকালে মালবাজার-চালসা মুখী ৩১ নম্বর জাতীয় সড়কের সাতখাইয়া মোড়ের নেওড়া লাইন এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, এদিন সকালে ওই ব্যক্তি পায়ে হেঁটে মালবাজার থেকে চালসার দিকে যাচ্ছিল। একই দিক থেকে একটি ছোটো গাড়ি এসে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। যার জেরে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মেটেলি থানা সূত্রে জানা যায়, ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ।