Indian Prime Time
True News only ....

বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে মৃত্যু হলো ১ জনের ও আহত ৮ জন

- Sponsored -

- Sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রবল বর্ষণে আজ সকাল ৫ টা ৩০ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে। আর এই ছাদের একাংশ ভেঙে বেশ কয়েকটি গাড়ির উপর পড়ায় ১ জনের মৃত্যু হয়েছে। আর প্রায় ৮ জন আহত হয়েছেন।

পাশাপাশি গাড়িগুলিও একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এই ঘটনার পরেই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। এছাড়া একটি গাড়ির ভিতরে আটকে থাকা এক জনকে উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দিল্লি বিমানবন্দরের আধিকারিকরা জানান, ‘‘আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’’ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তার কারণে চেক-ইন কাউন্টারগুলিও বন্ধ থাকছে।’’

- Sponsored -

- Sponsored -

উল্লেখ্য, গতকাল জবলপুরের ডুমনা বিমানবন্দরের ছাদের একাংশও ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ে। প্রায় ৪৫০ কোটি টাকা খরচে সম্প্রতি এই বিমানবন্দরটির সংস্কার করা হয়েছিল। গত ১০ ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরটির উদ্বোধন করেন। প্রসঙ্গত, গতকাল থেকেই দিল্লি জুড়ে প্রবল বৃষ্টিতে চলছে। ফলে তাপপ্রবাহের হাত থেকে রেহাই পেলেও ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মিন্টো রোড সহ বেশ কয়েকটি রাস্তায় কোমর সমান জল জমে আম জনতা অত্যন্ত বিপাকে পড়েছেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored