মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ দমদম সেভেন ট্যাঙ্কের কাছে ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু হলো পঞ্চাশোর্ধ্ব একজন ব্যক্তির। মৃত ব্যক্তি হলেন অটোচালক রঞ্জন সাহা।
জানা গিয়েছে, ম্যানহোলের ঢাকনা খোলা থাকায় রঞ্জনবাবু তা দেখতে না পেয়ে হঠাৎ নীচে পড়ে যান। আর তার প্রচণ্ড চিৎকার শুনে দ্রুত স্থানীয়রা ছুটে এসে রঞ্জনবাবুকে উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ম্যানহোল খোলা থাকার জন্যই এই রকম দুর্ঘটনা ঘটেছে। তাই এই মৃত্যুর জন্য পুরসভার গাফিলতিকেই দায়ী করা হয়েছে। আপাতত পুরসভার তরফে এখনো এই ব্যাপারে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে একমাত্র উপার্জনকারী মারা যাওয়ায় চরম স্নক্টে্র মধ্যে পড়েছে গোটা পরিবার।