মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার নৈহাটি পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের চার নম্বর বিজয়নগর এলাকায় এক জন ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ স্ত্রী-পুত্র-কন্যার বিরুদ্ধে। সাথে আরো এক জন মহিলা ছিলেন। মৃতের নাম সুপ্রভাত দাস ওরফে বাপি দাস। পেশায় এক জন টোটো চালক। এই ঘটনায় নৈহাটি থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। পারিবারিক অশান্তির জেরে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ।
প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, “প্রায়ই সুপ্রভাতবাবু নেশা করতেন। সন্দেহ ছিল, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রায়শই তাই এই নিয়ে অশান্তি হত। গতকাল তিনি বাড়ি ফিরে দেখেন, মেয়ের ঘরে কয়েকজন বন্ধু বসে রয়েছে। তা নিয়ে আবার ঝামেলা শুরু হয়। এরপর সুপ্রভাতবাবুকে মা, মেয়ে ও ছেলে মিলে মারধর করে।”
Sponsored Ads
Display Your Ads Here
তারপর সুপ্রভাতবাবু বাড়ি থেকে বেরিয়ে যান। আর এদিন সকালবেলা তাকে রাস্তার ধারে ফেলে রড এবং বাঁশ দিয়ে মারধরও করা হয়।” এরপর সুপ্রভাতবাবুকে স্থানীয় টোটোচালকরা রক্তাক্ত অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতাল নিয়ে গেলে সেখানে সুপ্রভাতবাবুর মৃত্যু হয়। এই ঘটনার পরই এলাকাবাসীরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here