মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আচমকাই টোটোতে বসে থাকা এক ব্যক্তিকে গলার নলি কাটা অবস্থায় দেখা গেল। আর মুখ দিয়ে অনবরত গোঙানির আওয়াজ বেরোচ্ছে। এদিকে নিজের হাতেই রক্তমাখা ব্লেড ছিল। গতকাল উত্তর চব্বিশ পরগণার বীজপুর থানার অন্তর্গত কাঁচরাপাড়া ওয়ার্কশপ রোডে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যাত্রী টোটোর পিছনের আসনে বসার পরে চালক জানতে চান, তিনি কোথায় যাবেন? এরপর সামনেই কোথাও যাবেন বলে ইশারা করে বসে থাকেন। টোটোটি ফাঁকা ছিল। চালক প্রথমে বুঝতে পারেননি। পরে লুকিং গ্লাসে দেখেন পিছনের আসনে বসা ওই যাত্রীর গলা কাটা। আর তিনি ছটফট করে চলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
জামা রক্তে ভেসে যাচ্ছে। এরপর টোটোচালক চিৎকার করে স্থানীয় লোকজনকে ডাকেন। ব্যারাকপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কল্যাণীর জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ঘটনাস্থল থেকে ব্লেডটিও উদ্ধার হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের অনুমান, ওই ব্যক্তি পায়ের সংক্রমণের কারণেই মানসিক ভাবে অবসাদের জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে ইতিমধ্যে সেই সংক্রমণেরও চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এই ঘটনার পিছনে কি কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here