অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ চিকিত্সা করাতে আসা এক ব্যক্তির হামলায় গুরুতর আহত হলেন কলকাতার হরিদেবপুরের একটি নেশামুক্তি কেন্দ্রের ২ জন ব্যক্তি। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, প্রায় এক মাস আগে ওই নেশামুক্তি কেন্দ্রে অর্জুন গুপ্ত নামে এক জন ব্যক্তি চিকিত্সা করতে আসেন। অর্জুনবাবু বেশ অবসাদগ্রস্থ ছিলেন। গত একমাসে সে কিছুটা স্বাভাবিক হলেও গতকাল হঠাত্ তিনি ওই কেন্দ্রের রান্নাঘরে ঢুকে সবজি কাটার ছুরি নিয়ে দু’জনের উপরে হামলা চালান।
ওই ছুরির একজনের হাতে ও অন্যজনের গলায় আঘাত লাগে। ঘটনাটি জানতে পেরেই নেশামুক্তি কেন্দ্রের অন্যান্য কর্মীরা এসে অর্জুনবাবুকে ধরে ফেলেন। এরপর আহত অরূপ নস্কর এবং প্রকাশ দিওয়ানকে এম আর বাঙ্গুর হাসরপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর একজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও অন্যজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ভর্তি করে নেওয়া হয়েছে। হরিদেবপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্জুনবাবুকে থানায় নিয়ে যায়। তবে নেশামুক্তি কেন্দ্রের এসে তিনি কিছু বলতে চাননি।