অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠানে আসনসংখ্যার তুলনায় অনেক ভিড় জমায়েত হয়েছিল। কেকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তা স্বীকার করে নিয়েছেন। আর ওই প্রেক্ষাগৃহটি বাতানুকূল হলেও তাতে প্রয়োজনের অতিরিক্ত ভিড় থাকায় পরিস্থিতি বিগড়ে গিয়ে থাকতে পারে।
আজ ফিরহাদ হাকিম জানান, ‘‘কেকের অনুষ্ঠানে মানুষের উচ্ছ্বাস আটকানো যায়নি। তাই প্রেক্ষাগৃহে আসনসংখ্যার থেকে বেশী লোক ছিল।’’ কিন্তু অনুষ্ঠান চলাকালীন বেসামাল ভিড়ের মাঝে বাতানুকূল যন্ত্রটি ঠিকঠাক চলছিল কি না সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
অর্থাৎ এই ঘটনায় উদ্যোক্তাদের ব্যর্থতাই দায়ী কি না সেই প্রশ্ন বার বার উঠে আসছে। এছাড়া কেএমডিএর তরফ থেকে ওই কলেজের অনুষ্ঠান বন্ধ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।
কারণ ওখানকার কর্তৃপক্ষ বলেছেন, ‘‘এই ধরনের অনুষ্ঠানে সিট নষ্ট হয়ে যায়। তবে নজরুল মঞ্চের এসি যথেষ্ট ভাল। কিন্তু দরজা বার বার খুললে অসুবিধা হয়। যদিও সাতাশশো ক্যাপাসিটির এসির মধ্যে সেটা সাত হাজার হলে গরম তো লাগবেই।’’