নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের তপনের এলেন্দার এলাকায় ঘর থেকে উদ্ধার এক ৬০ বছর বয়সী বৃদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম সরস্বতী ভুঁইমালি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরস্বতী দেবীর প্রথম পক্ষের স্বামী-মেয়ে আছে। মেয়ের বিয়েও হয়েছে। কিন্তু গত কয়েক বছর থেকে পাশের গ্রামেরই চন্দন মিশ্র নামে অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক হওয়ায় প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় পক্ষের স্বামী চন্দনবাবুর সাথে সংসার শুরু করেছিলেন। তবে লস্করহাটে মেয়ের বাড়ি থেকে আসার পর আচমকা রবিবার ওই বৃদ্ধার ঘর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereতপন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। বিষয়টি চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দ্বিতীয় পক্ষের স্বামী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে খুন করার অভিযোগ উঠছে।
এছাড়া মৃতার পরিবারের তরফ থেকে তপন থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টির তদন্ত চালিয়ে যাচ্ছেন। এদিকে এই ঘটনার পর থেকে চন্দনবাবু ও তার পরিবারের সদস্যরা বেপাত্তা।