নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ করোনা পরিস্থিতে ভ্যাক্সিনের চাহিদা মারাত্মক। ভোররাত থেকে সাধারণ মানুষ হাসপাতালে ভ্যাক্সিন নেওয়ার জন্য লাইন দিতে শুরু করে। এবার এমন ছবি দেখা গেলো হুগলীর সিঙ্গুর হাসপাতালে। যেখানে হাসপাতালের প্রবেশদ্বার খুলতেই শতাধিক মানুষের ভ্যাক্সিন নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। ঠেলাঠেলিতে একজন প্রৌঢ়ার পড়ে গিয়ে মাথাও ফেটে গেলো।
সিঙ্গুর হাসপাতালে টীকাকরণের কর্মসূচি নেওয়া হয়েছে। স্থানীয়দের অনেকেই সেখানে গিয়ে ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন। কিন্তু ভ্যাক্সিনের জোগান না থাকায় অনেকেরই করোনার দ্বিতীয় ডোজ নেওয়া হয়নি। তবে কিছুদিন আগে বেশ কয়েকজনের ফোনে এসএমএস যায়। এসএমএস এ বলা হয় যে, হাসপাতাল থেকে করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য।
Sponsored Ads
Display Your Ads Here
আর সেই মতো আজ ভোর থেকে কয়েকশো মানুষ হাসপাতালের বাইরে লাইন দিয়েছিলেন। এরপর হাসপাতালের প্রবেশদ্বার খুলতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ঠিক সেই সময়ই এক প্রৌঢ়ার ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মাথা যায়।
Sponsored Ads
Display Your Ads Here
ওই প্রৌঢ়া আঁচল দিয়ে রক্তচাপ অবস্থায় ভ্যাক্সিন নিতে যায়। অতঃপর শেষমেশ ওই প্রৌঢ়া ভ্যাক্সিন নিতে সক্ষম হন। কিন্তু অনেকেই ভ্যাক্সিন নেই বলে অভিযোগ করেছেন। স্থানীয় বাসিন্দা অমল মাইতি জানিয়েছেন, ”সকাল ৭ টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। তবে ভ্যাক্সিন পেলাম না। বলল ফুরিয়ে গিয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here
ভ্যাক্সিন পাওয়াকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর জুড়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।