রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমান শহরের ৩ নং ইছলাবাদ এলাকায় দোতলা বাড়ির একাংশ অর্থাৎ একতলার ছাদ ভেঙে নীচে পড়ে যান ১ জন বৃদ্ধা।
ওই বৃদ্ধাকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
https://www.youtube.com/watch?v=5nxBd9s2R6s
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=I_Gi8Q0eGuI
Sponsored Ads
Display Your Ads Hereপরিবার সূত্রে জানা গেছে, এমনিতেই বাড়ির একাংশের ছাদের অবস্থা খারাপ ছিল। এর উপর গতকাল থেকে বৃষ্টি হয়েছে।
আজ সকালে ওই বৃদ্ধা ছাদে গেলে হঠাৎই ভেঙে নীচে পড়ে যান।
গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় মানুষ ও পরিবারের লোকেরা উদ্ধার করে বর্ধমান মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।