নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার উলুবেড়িয়ার গঙ্গারামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮০ বছর বয়সী আম্মাজান বিবি নামে এক জন বৃদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনের মতো আম্মাজান তার পোষা ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে গিয়েছিলেন। বৃষ্টিতে মাটি পিচ্ছিল হওয়ায় আম্মাজান পিছলে গেলে সেই সময় একটি বিদ্যুৎ এর খুঁটি থেকে ঝুলন্ত তার ধরে ভারসাম্য রক্ষার চেষ্টা করেন। এর পর পাশে থাকা একটি পুকুরে পড়ে যান।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
দমকল ও উলুবেড়িয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। উল্লেখ্য, এর আগে হাওড়া কর্পোরেশনের গেটের কাছে ত্রিফলা বাতিস্তম্ভে মনীষা সাউ নামে এক জন তরুণীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। এছাড়া উলুবেড়িয়ার ৩২ নম্বর ওয়ার্ডে সুব্রত মণ্ডল নামে আরো এক জন যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।
হাওড়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, ‘‘এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সে জন্য রাজ্য বিদ্যুৎ পর্ষদের সঙ্গে জরুরী বৈঠক করে পদক্ষেপ গ্রহণ করা হবে।’’