নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ গতকাল জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় জমি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধ প্রতিবেশীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এমনকি অভিযুক্ত এই গোটা ঘটনাটি ফেসবুকে লাইভস্ট্রিম করেছেন। জানা গিয়েছে, অভিযুক্ত ডোডার গান্দোহ্ তহশীলের বাসিন্দা ভৈরব সিংহ।
সূত্রের খবর অনুযায়ী, বিতর্কিত একটি জমি থেকে পাথর তোলাকে কেন্দ্র করে ভৈরব ও রাম কৃষাণবাবুর পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। ওই সময় রাম কৃষাণবাবুর সাথে তার ছোটো নাতনী ও পরিবারের কয়েক জন উপস্থিত ছিলেন। আর রাম কৃষাণবাবুকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ অঞ্জু দেবী আহত হয়েছেন।
বর্তমানে অঞ্জু দেবী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে এই ঘটনার পরই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভৈরবকে পাশের একটি জঙ্গল থেকে গ্রেফতার করেছেন। তবে পুলিশের ভৈরবের সাথে কুঠার নিয়ে ধস্তাধস্তিতে ভৈরব আহত হয়। আপাতত তার নামে মামলা দায়ের করে তদন্ত চলছে।