অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের টুনিখারি এলাকার ৬৫ বছর বয়সী আজিজুল হক তিস্তা ক্যানেলে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
https://www.youtube.com/watch?v=0PhFp7Gx4JQ
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর বেলা আজিজুল বাবু টুনিখারি গ্রামের তিস্তা ক্যানেলের পাশ দিয়ে গরু নিয়ে ফেরার সময় হঠাৎ করেই মাথা ঘুরে তিস্তা ক্যানেলের জলের মধ্যে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই জলে তলিয়ে যাওয়ায় খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=oP7Lk62nmig
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল ডাবগ্রামকে খবর দিলে তাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেছে। এই খবর লেখা পর্যন্ত আজিজুল বাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
এস ডি এফ আর এর টিমও ঘটনাস্থলে গিয়ে আজিজুল বাবু খোঁজে তল্লাশি চালাচ্ছে।