নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের সতনা জেলায় বিদ্যালয়ের হস্টেলে ঢুকে সপ্তম শ্রেণীর এক কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠলো বিদ্যালয়েরই এক জন অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। ওই কিশোর রীবা জেলার বাসিন্দা। আর অভিযুক্তের নাম রবীন্দ্র সেন। এই ঘটনায় অভিভাবকরা বিদ্যালয়ে এসে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।
কিশোরের পরিবারের অভিযোগ, “গত বছর কিশোরকে ওই আবাসিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়। বিদ্যালয়ের হস্টেলে থেকেই পড়াশোনা করত। কিন্তু হস্টেলে দেখা করতে গেলে ছেলে জানায়, ‘সম্প্রতি তার শরীর খারাপ লাগায় বিদ্যালয় না গিয়ে হস্টেলের ঘরে শুয়ে ছিল। সেই সুযোগে ওই অশিক্ষক কর্মী ঘরে এসে ধর্ষণ করেন। পাশাপাশি এই ঘটনার কথা জানাজানি হলে খুন করবে বলে হুমকি দেন।’
এরপর এই বিষয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে অধ্যক্ষ অভিযোগ নিতে চাননি। এমনকি দেখাও করতে নাকোচ করে দেন।” তারপর পরিবারের তরফে পুলিশের কাছে রবীন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পলাতক রবীন্দ্রকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা ও পকসো আইনে মামলা রুজু করেন। কিন্তু অধ্যক্ষ বিদ্যালয়ে এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবী করেছেন।