নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ গতকাল মহারাষ্ট্রের ভান্ডারার তুমসার শহরের একটি আবাসিক বিদ্যালয়ে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে ৩০ জন পড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরী হয়।
সূত্রের খবর, অনেকে হস্টেলের খাবার খাওয়ার পরই বমি করতে শুরু করে। আবার বেশ কিছু পড়ুয়ার পেটে ব্যথা এবং জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এরপর ওই ত্রিশ জন অসুস্থ পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর জেলা স্বাস্থ্য দপ্তরে জানানো হলে আধিকারিকরা বিদ্যালয় আসেন।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, খাবারের বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। স্বাস্থ্য আধিকারিক মিলিন্দ জানান, “পড়ুয়াদের যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবার সহ হস্টেলের জলও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। আর পড়ুয়াদের চিকিৎসা চলছে। প্রত্যেকেই স্থিতিশীল রয়েছে। খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে।”