চয়ন রায়ঃ কলকাতাঃ রাজ কুন্দ্রার পর এবার কলকাতাতে পর্ন কাণ্ডে তুমুল শোরগোল শুরু হয়ে গেছে। এবার নিউটাউন পর্ন কাণ্ডে নিউটাউন থানার পুলিশ দমদম থেকে আরো এক যুবককে গ্রেপ্তার করলো। ধৃতের নাম স্নেহাশীষ বল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নেহাশীষ পর্ন সিনেমায় অভিনেতার কাজ করতেন। এই পর্ন কাণ্ডে এখনো অবধি মোট চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে। স্নেহাশীষকে জিজ্ঞাসাবাদ করে পর্ন কাণ্ডের মূল অভিযুক্তদের সম্পর্কে আরো তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। এমনকি এই কাজের জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসতো তাও জানার চেষ্টা চালানো হচ্ছে।
এর আগে নিউটাউন পর্ন কাণ্ডের সাথে জড়িত শুভঙ্কর দে নামে একজনকে হুগলী থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুভঙ্কর ক্যামেরাম্যানের কাজ করতেন। তার আগে দমদম ক্যান্টনমেন্ট এলাকা থেকে মৈনাক ঘোষ ও নন্দিতা দত্তকে গ্রেপ্তার করা হয়। মৈনাক এবং নন্দিতাকে জিজ্ঞাসাবাদ করে স্নেহাশীষের নাম উঠে এসেছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, তিনি বিভিন্ন পর্ন ছবির মূল অভিনেতা ছিলেন।
প্রসঙ্গত বলা যায় যে, কায়দা করে এক মহিলা ও তার বান্ধবীকে বালিগঞ্জের হোটেলে নিয়ে গিয়ে তাদের আপত্তিকর ভিডিও তোলার পর তারা নিউটাউন থানায় অভিযোগ দায়ের করার পরেই কলকাতার এই পর্ন কাণ্ড সামনাসামনি আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।