বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো ১ বিধায়ককে

Share

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ আজ বিহার বিধানসভায় রামনবমীর অশান্তি নিয়ে আলোচনায় বিজেপি বিধায়ক জীবেশ কুমার বিতর্কিত কথা বলার পাশাপাশি বিহারের শাসককে রাজ্যের অশান্তি নিয়ন্ত্রণে অক্ষম বলেও দোষারোপ করায় বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়।

সাদা পোশাক পরিহিত চার জন মার্শাল জীবেশ কুমারকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার সময় ওই বিধায়ক চিৎকার করে জানান, ‘‘বিরোধীদের সঙ্গে এই রাজ্যে এমনই আচরণ করা হয়।’’ বিহারে এখন শাসকের আসনে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন সরকার। পশ্চিমবঙ্গের মতোই এখানে বিজেপি প্রধান বিরোধী দল।


প্রসঙ্গত, সম্প্রতি রামনবমীর মিছিলকে ঘিরে বিহারেও বেশ কিছু এলাকায় অশান্তি হয়েছে। যার নেপথ্যে বিজেপি-আরএসএসের যোগ রয়েছে বলে অভিযোগ উঠছে। এদিন বিধানসভায় তাই নিয়েই আলোচনা চলছিল। সেখানেই জীবেশ কুমার শাসককে এই অশান্তির জন্য দায়ী করেন। এমনকি অশান্তি আটকাতে অপারগ বলেও মন্তব্য করেন। তখনই তাঁকে বের করে দেওয়া হয়।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031