নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ দীর্ঘ সাত বছর থেকে ১৭ বছর বয়সী এক নাবালিকাকে ডিজিটাল ধর্ষণের অভিযোগ উঠেছে ৮১ বছর বয়সী এক জন স্কেচ শিল্পীর বিরুদ্ধে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, কিশোরী মা-বাবার সাথে থাকে। আর স্কেচ শিল্পী ওই পরিবারের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। কিন্তু ওই বৃদ্ধ কিশোরীকে জোর করে হস্তমৈথুনে বাধ্য করতেন। তবে ওই পরিবারের বন্ধু হওয়ায় কিশোরী প্রাথমিক অবস্থায় সমস্ত ঘটনাটি লুকিয়ে গিয়েছিল।
কিন্তু পরে সাহস জুগিয়ে অভিযুক্তের যৌন নির্যাতনের প্রমাণ রাখতে শুরু করে। এরপর মা-বাবার কাছে প্রমাণ সহ ঘটনাটি বললে পুলিশের কাছে অভিযোগ দায়ের ক্রা হয়। পুলিশ নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই প্রবীণ স্কেচ শিল্পীকে নয়ডা এলাকা থেকে গ্রেফতার করেন।