নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভবানীপুর গ্রামে বাবা হয়ে ভক্ষকের ভূমিকা পালন করলেন। মা ও দাদু মেয়েকে বাড়িতে একা রেখে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। এই সুযোগে ফাঁকা বাড়িতে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠলো সৎ বাবার বিরুদ্ধে। প্রাথমিক ভাবে, ঘটনা সম্পর্কে কিছু জানা না গেলেও, নাবালিকা অসুস্থ বোধ করায় তার মা জিজ্ঞাসাবাদ করতেই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে।
এরপর নাবালিকার মা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে জানান, “তিনি স্বামীর দ্বিতীয় স্ত্রী। কিন্তু স্বামীর স্বভাব-চরিত্র ভালো লাগত না। তাই মেয়েকে চোখে চোখেও রাখতেন। তবে এদিন মেয়েকে বাড়িতে একা রেখেই চিকিৎসকের কাছে যেতে বাধ্য হয়েছিলেন। আর সেই সুযোগে মেয়েকে খাবার দেওয়ার অছিলায় ঘরে ডেকে জোর করে একাধিক বার ধর্ষণ করে। বাধা দিতে গেলে খুনের হুমকি দেওয়া হয়। শেষ অবধি সে অত্যাচারে অসুস্থ হয়ে পড়ে। আর এই ঘটনাটি জানাজানি হতেই তাকেও খুনের হুমকি দেওয়া হয়।”
যদিও এই ঘটনার পর থেকেই ওই ব্যক্তি চম্পট দিয়েছে। আর পুলিশও অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। আর পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, নাবালিকার স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করা হয়েছে।