চুরি যাওয়া সোনা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ নাগপুর থেকে চুরি যাওয়া সোনা উদ্ধার হলো বীরভূমে। পুলিশ সূত্রে জানা যায়, মহারাষ্ট্রের নাগপুরে ইতোয়ারীতে বীরভূমের দুবরাজপুর শহরের রামু খান নামে একজন যুবক একটি সোনার দোকানে কর্মরত ছিলেন। চার বছর ধরে তিনি সেখানে কাজ করার পর গত ১২ ই ফেব্রুয়ারি ওই সোনার দোকান থেকে দু জোড়া সোনার বাউটি ও অন্যান্য অলঙ্কার সহ প্রায় ১০০ গ্রাম সোনা নিয়ে উধাও হয়ে যান। বর্তমানে ওই অলংকারের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা।

- Sponsored -
ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকার থানায় অভিযোগ দায়ের হলে পুলিশের তরফ থেকে তদন্তে নামা হয়। আর রামু খানের মোবাইল নম্বর সূত্রে বুধবার দুপুরবেলা নাগপুরের একটি পুলিশের দল বীরভূমের দুবরাজপুরে আসেন। এরপর দুবরাজপুর পুলিশের সহযোগীতায় অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয় এবং চুরি যাওয়া সকল সোনার গহনা উদ্ধার করা হয়।
পুলিশের তৎপরতায় ওই যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি হয়ে যাওয়া সমস্ত সোনার অলংকার উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ট্রানজিট রিমান্ডে ওই যুবককে নিয়ে যাওয়া হবে। এছাড়া এই চুরির ঘটনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।