নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ সাতসকালেই খুনের ঘটনায় কোচবিহার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে দোকান খোলার পর স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ সাহা একাই দোকানে বসেছিলেন। কিন্তু আচমকা বেশ কয়েকজন দুষ্কৃতী দু’টি বাইকে এসে তার দোকানের সামনে এসে দাঁড়ায়। তারা বাইক থেকে নেমে সোজা দোকানের ভিতরে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর গুলির আওয়াজে আশেপাশের দোকানগুলি থেকে বেশ কয়েকজন তার দোকানের দিকে এগিয়ে আসলে দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে চালাতে দোকানের বাইরে বেরিয়ে এসে বাইকে চেপে চম্পট দেয়।
স্থানীয়দের তৎপরতায় গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই খুনের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেপ্তারের দাবীতে স্থানীয়রা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দীর্ঘক্ষণ স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কোনোরকম নিরাপত্তা না থাকায় এই ধরণের ঘটনা ঘটেছে। যদিও পরে পুলিশ কর্মীদের আশ্বাসে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা ওই স্বর্ণ ব্যবসায়ীকে খুন করল তা সম্পূর্ণ ভাবে খতিয়ে দেখা হচ্ছে।