নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের ভিরার এলাকায় সহপাঠীর জালে পড়ে গণধর্ষণের শিকার হতে হয়েছে ১১ বছর বয়সী এক জন কিশোরীকে। এই ঘটনায় তিন জন যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ ই অগস্ট মঙ্গলবার সন্ধেবেলা ওই কিশোরী ফোন সারাতে বাড়ির কাছাকাছি একটি দোকানে গিয়েছিল। সেখানে তার এক সহপাঠীর সাথে দেখা হলে দুই জন কথা বলতে বলতে হাঁটতে থাকে। এরপর ওই কিশোরীকে সে একটি এলাকায় নিয়ে গিয়ে তার তিন জন বন্ধুকে ডেকে পাঠায়।
তারপর গভীর রাতেরবেলা ওই তিন জন বন্ধু ঘটনাস্থলে পৌঁছায়। আর ততক্ষণ সেখানে ওই কিশোরীকে বন্দি করে রাখা হয়। এরপরেই ওই সহপাঠী তিন জন যুবকের মধ্যে এক জনের সাথে শারীরিক সম্পর্ক করতে হুমকি দিলে সে রাজি না হওয়ায় দুই জন যুবক বলপূর্বক ধর্ষণ করেন। আর অপর যুবক যৌন নির্যাতন করেন।
পর দিন ভোরবেলা ওই কিশোরীকে অভিযুক্তরা বাড়ি পৌঁছে দেয়। বাড়ি ফিরে পুরো বিষয়টি মাকে জানালে ওই কিশোরীর মা ভিরার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অভিযোগের ভিত্তিতে নির্যাতিতার বান্ধবী ও দুই জন যুবককে গ্রেফতার করেছে।
আর বাকি এক জন যুবকের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে। ওই তিন জন অভিযুক্ত যুবকের মধ্যে এক জন যুবক কলেজ পড়ুয়া, অন্য জন যুবক সব্জি বিক্রেতা এবং আরেক জন যুবক মাদক কারবারের সাথে জড়িত রয়েছে।