অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিধাননগর মিউনিসিপাল অ্যাকাডেমী সুইমিং পুলে ১৫ বছর বয়সী এক জন সাঁতারুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য শুরু হয়। মৃতা সাঁতারুর নাম এলিনা দত্ত ভট্টাচার্য। সল্টলেক এ.ই ৬৮০ ব্লকের বাসিন্দা।
জানা গেছে, এলিনা সাঁতারের অনুশীলন করতে মায়ের সঙ্গে ওই স্যুইমিং পুলে আসে। এরপর শ্বাস-প্রশ্বাসের অনুশীলনের জন্য অর্থাৎ সাঁতারুদের ফুসফুসের কার্যকারিতা উন্নত করার জন্য পুলের জলে ডুব দেয়। কিন্তু বেশ কয়েক মিনিটে পরেও এলিনা না ওঠায় তার মা ও অন্যান্য ট্রেনাররা জলে নেমে এলিনাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে।
বিধাননগর উত্তর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তারপর মৃতদেহটিকে আরজিকর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ সর্ম্পকে জানা যাবে। তবে পুলিশ মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে। এদিকে, এলিনার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।