অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ রাজারহাটের একটি নার্সারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জন যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শুভ সর্দার। রাজারহাটের ঝালিগাছি এলাকায় একটি নার্সারীর বাগানে কাজ করত। শুভর এহেন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নার্সারীর মালিক নিমাই মণ্ডল। নিমাইবাবু মিটার বক্স থেকে অবৈধ ভাবে তার টেনেছিলেন। আর সেই তার উন্মুক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। ফলে শুভর বাগানে কাজের সময় সেই তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আর তৎক্ষণাৎ মাটিতে ছিটকে পড়েন। সহকর্মীরা দেখতে পেয়ে মিটার বক্সে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে। এরপর শুভর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে যখন শুভকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসতে ব্যস্ত ছিলেন, তখনই শুভর ফোন নিয়েও চম্পট দেয় বলে অভিযোগ ওঠে। পরিবারের সদস্যরা ছেলের এই মর্মান্তিক পরিণতিতে নার্সারীর মালিকের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে নিমাইবাবুকে গ্রেফতার করে।
Sponsored Ads
Display Your Ads Here