পুলিশকে জরিমানা দেওয়ায় থানারই বিদ্যুৎ সংযোগ কেটে দিলেন ১ বিদ্যুৎকর্মী

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের শামলিতে হেলমেট না পরার জন্য পুলিশ রাস্তায় এক জন বিদ্যুৎকর্মীকে আটকে ছয় হাজার টাকা জরিমানা করেছিলেন। ওই বিদ্যুৎকর্মী বার বার অনুরোধ করা সত্ত্বেও শোনেনি। আর এর প্রতিশোধ নিতে ওই বিদ্যুৎকর্মী পুরো থানারই বিদ্যুৎ সংযোগ কেটে দিলেন। যে ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে।  

ভিডিওটিতে দেখা গিয়েছে, মহম্মদ মেহতব নামে এক জন বিদ্যুৎকর্মী বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎ এর তার কেটে দিলেন। আর এরপরই ঠানা ভবন থানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে মেহতবের এই কাজ নিয়ে ওই থানার পুলিশ আধিকারিকরা কোনো প্রতিক্রিয়া দেখাননি।
কিন্তু বিদ্যুৎ দপ্তরের তরফে দাবী করা হয়েছে, “ওই বিদ্যুৎকর্মীর জরিমানার সাথে থানার বিদ্যুৎ সংযোগ কাটার কোনো সম্পর্ক নেই। কারণ দীর্ঘদিন থেকে থানার বিদ্যুৎ বিল বকেয়া ছিল। সেই কারণেই বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে।”   

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram