নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ পশ্চিম বর্ধমানের অণ্ডালের বনবহাল ফাঁড়ির পিওর জামবাদ ছ’নম্বর পিট এলাকার বাসিন্দা মেঘনাদ হরিজন নামে ১ জন ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বয়স ৫৮ বছর হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, গতকাল মেঘনাদবাবু নিজের কাজে গিয়েছিলেন। এদিন সকাল অবধি বাড়ি ফেরেনি।
এদিন এলাকাবাসীরা তার ঝুলন্ত দেহ দেখতেই অণ্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি মেঘনাদবাবুর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। মেঘনাদবাবুর পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে, এটি আত্মহত্যার ঘটনা নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি মৃতের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।