দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের লেডিস হোস্টেলে চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টে নাগাদ লেডিস হোস্টেলের পাঁচ তলা থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন ১ জন মহিলা চিকিৎসক।
তড়িঘড়ি ওই মহিলা চিকিৎসককে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভোর ৫ টা নাগাদ তার মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Hereহাসপাতাল সুত্রে জানা গেছে ওই মহিলা চিকিৎসকের নাম অংকিতা মণ্ডল। গতকাল তার ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবী, গতকাল ওদের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষ করে এসে তিনি পাঁচতলার ছাদে দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক সেই সময়ে তিনি পড়ে যান। এরপর গুরুতর জখম হয়ে তার নাক ও কান দিয়ে রক্তক্ষরন হয়।
অস্বাভাবিক এই মৃত্যুকে ঘিরে নানা রহস্য দেখা দিচ্ছে। এই ঘটনা আত্মহত্যা না দুর্ঘটনা তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। সদ্য ডিগ্রি পাওয়া একজন চিকিৎসকের এইভাবে মৃত্যু তা খুবই বেদনাদায়ক। আত্মহত্যা না নিছক দুর্ঘটনা না প্রেম সংক্রান্ত কারণ তা নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশী তদন্ত শুরু হয়েছে।