অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকালই ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলে বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে ১ জনের। আর তার ঠিক পরের দিনই অর্থাৎ আজ মঙ্গলবার পুনরায় ভবানীপুরে পানীয় জলের মধ্যে বিষক্রিয়ার জেরে পাঁচ বছরের একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠল।
হাসপাতাল সূত্রের ভিত্তিতে জানা যায়, ওই শিশুর ডায়েরিয়া হয়ে মৃত্যু হয়েছে। তার পরিবারের তরফ থেকে বলা হয়, দূষিত জল খেয়েই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এর পাশাপাশি ওই পরিবারের বাকি সদস্যরাও অসুস্থ বলে তারা দাবী করেন। শিশুটির মৃত্যুতে সমগ্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এমনকি গত কয়েক দিন ধরে ওই এলাকার অনেকেই পেটের সমস্যায় ভুগছেন বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code