Indian Prime Time
True News only ....

খাস কলকাতায় বর্ষবরণ রাতে খুন ১ ডেলিভারি বয়

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বর্ষবরণের রাতে সল্টলেকের মহিষবাথানে এক জন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ওই যুবক ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন। তাঁর বন্ধুদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। কয়েক জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মৃত যুবকের নাম সুব্রত মাঝি। বয়স ২৬ বছর। বাড়ি সল্টলেকের মহিষবাথানের উদয়ন পল্লিতে।

জানা গেছে, ১ লা জানুয়ারি দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। যুবকের পরিবার সূত্রে খবর, ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ সুব্রতকে এক বন্ধু ফোন করেছিলেন। বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু রাত গভীর হলেও যুবক বাড়ি ফেরেননি দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। ফোনেও আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে অভিযোগ। পরের দিন বুধবার যুবককে উদ্ধার করা হয় আহত অবস্থায়। ওই দিন দুপুরেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ, কয়েক জন বন্ধু পরিকল্পনা করে যুবককে বর্ষবরণের রাতে বাইরে ডেকেছিলেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তারপর তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। যার ফলে তাঁর মৃত্যু হয়েছে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ওই যুবকের কয়েক জন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কী কারণে এই হত্যা। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যুবকের ফোনে কার ফোন এসেছিল, বাড়ি থেকে বেরিয়ে তিনি কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কারা তাঁকে মারধর করল, খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। তবে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored